শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
The Daily Post

নড়াইল সমাজসেবার উপকরণ বিতরণ 

নড়াইল প্রতিনিধি

নড়াইল সমাজসেবার উপকরণ বিতরণ 

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভার পুনর্বাসিত ভিক্ষুকদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও শহর সমাজসেবার আয়োজনে গত মঙ্গলবার সমাজসেবার কার্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়।

 প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আশফাকুল হক চৌধুরীর উপস্থিতিতে পুনর্বাসিত ভিক্ষুকদের চাহিদা মোতাবেক ২০২২-২০২৩ অর্থবছরের তৃতীয় কিস্তিতে সাতজনের একজন বেগমকে ২টি ছাগল, রিজিয়াকে চা দোকানের পণ্যসামগ্রী, হালিমাকে ১টি উন্নত জাতের ছাগল, মাজু বিবিকে ১টি উন্নত জাতের ছাগল, মাজু বিবিকে ৬টি দেশি মুরগী, ফিরোজাকে ৬ টি দেশি মুরগী ও অধির কুমারকে ২টি ছাগল বিতরণ করা হয়েছে। 

অন্যদিকে দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় পাঁচজনকে চেক প্রদান করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মো. সুজা উদ্দীন, উত্তম সরকার সদর উপজেলা সমাজসেবা অফিসের প্রবেশনাল অফিসার বাপ্পী সাহা ও হাসপাতাল সমাজসেবা অফিসার তমা প্রমুখ।

টিএইচ